পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে নির্মিত হয়েছে সংগীত শিল্পী নার্গিস এ খানম এর গানের মিউজিক ভিডিও “মেরে রাসকে কামার”। নার্গিস এ খানম এর কন্ঠে ও রিয়াজ আহমেদ এর পরিচালনায় হিন্দি গানের মিউজিক ভিডিও তে মডেল হয়েছেন এশান নূর সজল ও ফিরোজা অর্নি লাবনী।
মিউজিক ভিডিও টি সম্পর্কে সজল জানান -এই গানটিতে আমাকে মডেল হিসেবে নির্বাচন করেছেন বলে আমি অনেক আনন্দিত। গানটি সংগীতশিল্পী অসাধারণ গেয়েছেন।
সজল বলেন, আমি এর আগে কিছু বিজ্ঞাপন, নাটক এবং শর্ট ফিল্মে কাজ করেছি। রবীন্দ্র সংগীত ও বেশ কিছু আধুনিক গানেও মডেল হিসেবে কাজ করেছি। কিন্তু এবার একটু আলাদা। তিনি বলেন, যেহেতু হিন্দি গান তাই সর্বোচ্চ ভালো করার জন্য চেষ্টা করেছি। এই মিউজিক ভিডিও নিয়ে আমরা সকলেই আশাবাদী।
ঈদ-উল-ফিতরে- ‘ its a possible production’ এই মিউজিক ভিডিও ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন অনলাইন মাধ্যমে প্রকাশিত হবে মিউজিক ভিডিও টি।