জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ক্যারিয়ারে একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। চলচ্চিত্রের পাশাপাশি পূর্ণিমার গ্ল্যামারে উজ্জ্বল হয়েছে ছোট পর্দাও। এখানে নাটক-টেলিছবিসহ অনুষ্ঠানের উপস্থাপিকা হয়েও দর্শক মাতিয়েছেন। মাঝে দুটি সিনেমার কাজ শুরু করেছেন তিনি। সেই ছবিগুলোর কাজ শেষ হওয়ার আগেই ছোট পর্দায় আরো একবার হাজির হচ্ছেন এ অভিনেত্রী।
এবারের ঈদে ‘বড় ছেলে’ খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ানের একটি নাটকে দেখা যাবে। নাটকটির নাম ‘সাবলেট’, এতে তার বিপরীতে দেখা যাবে ‘বড় ছেলে’র নায়ক অর্থাৎ জিয়াউল ফারুক অপূর্বকে।
নাটকটি নিয়ে পূর্ণিমা বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, নাটকটির গল্প বেশ চমৎকার। এর ভাবনাটা ইউনিক। অনেক ভেবেই নাটকটিতে অভিনয় করেছি। আশা করছি দর্শকের মনে দাগ কাটবে নাটকের গল্পটি।
ঈদের ৫ম দিন রাত ৯টায় বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনে এই নাটকটি প্রচারিত হবে। একই দিন রাত ১০টা থেকে সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে দেখা যাবে পূর্ণিমার এ নাটকটি।