ঈদকে ঘিরে চলছে প্রচুর ব্যস্ততা। বিভিন্ন টেলিভিশনে থাকছে নানান আয়োজন। সেইসাথে অনলাইন মাধ্যমেও এবার থাকছে নাটক কিংবা টেলিফিল্ম। নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা ঈদের আগে বেশ ব্যস্ত সময় পার করেন। আসছে ঈদে বেশ কিছু নাটক নিয়ে আসছেন তরুণ অভিনেতা সুজন হাবিব।
ঈদের পাচটি নাটকে দেখা যাবে এই অভিনেতাকে। এরমধ্যে রয়েছে রাইসুল তমালের ‘সাইজ ৪২’, ‘ডিম ভাজি’ ও ‘ভালোবাসায় অভিমান থাকতে নেই’ নাটকে। এছাড়াও এল আর সোহেলের ‘ম্যাজিক মজনু’। আসছে ঈদে নাটকগুলো বিভিন্ন বেসরকারি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। নাটকের বাইরেও তাঁকে দেখা যাবে মিউজিক ভিডিওতে ও একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে ‘বিকেল বেলার প্রেম’। এটি পরিচালনা করেছেন জাকির হোসেন।
সম্প্রতি বিভিন্ন বেসরকারী টেলিভিশনে প্রচারিত হচ্ছে সুজন হাবীনব অভিনীত গ্রামীনফোনের একটি বিজ্ঞাপন। প্রচারের পর থেকে বেশ ভাল সাড়া পাচ্ছেন তিনি।
সুজন হাবীব বলেন, সম্প্রতি বেশ কিছু ভাল কাজ করেছি। এবার ঈদের যে কয়েকটা কাজ করেছি সবগুলো খুব সিলেক্টিভ কাজ। চেষ্টা করছি ভাল কিছু করার। গ্রামীনফোনের বিজ্ঞাপনটি থেকে ভালো সাড়া পাচ্ছি। সবাই প্রশংসা করছেন। সামনে আরও ভাল কাজ করতে চাই।
মডেলিং এর পাশাপাশি নিয়মিত নাটকে অভিনয় করছেন সুজন। পাশাপাশি বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে দেখা মিলছে তার। এদিকে সিটি ব্যাংকের একটি বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি।