এক মাস সিয়াম পালন শেষে আজ ঈদ উদযাপন করছে দেশবাসী। কিন্তু শেকড়ে না ফিরলে সেই ঈদের সব আনন্দই যে মাটি। তাই কষ্ট করে তারা ঈদের দিনেও বাড়ি আসছে। আর এজন্য বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে।
শুক্রবার সকালে শেরপুর শহরের থানার মোড় ও খোয়ারপাড় শাপলা চত্বরে রাজধানী থেকে মিনিট্রাক ও পিকআপে করে মানুষ আসছে। খোয়ারপাড় শাপলা চত্বর হতে তারা বিশেষ করে শ্রীবরদী, ভায়াডাঙা, বখশীগঞ্জ এবং নালিতাবাড়ী ও ঝিনাইগাতী যাচ্ছে।
বখশীগঞ্জগামী সূবর্ণা আক্তার নামে এক গৃহবধূ তার দুই বোন ও সন্তানকে নিয়ে সিএনজি ভাড়া করছে। সূবর্ণা জানান, তাদের বেতন সময়মতো না পাওয়ার কারণে তারা আগে আসতে পারেনি। পরে গতকাল বেতন পেলে রাতেই তারা রওনা দেন।
শাহ আলম নামে আরেক যাত্রী বলেন, আমিও রাতেই রওনা দিয়েছি। আমার বাড়ি কর্ণজোড়া। একটু কষ্ট হলেও পরিবারের সবাইকে নিয়ে নিজের বাড়িতে ঈদটা করতে পারবো, এটাই তৃপ্তি। তাছাড়া শেরপুর পৌছা মানে ত বাড়িতেই পৌছা।
সিএনজি চালক আব্দুল হাকিম বলেন, আজ যাত্রী তেমন একটা নেই। আর যারা আজকে ঢাকা থেকে আসছে, তারা বেশিরভাগ নিম্ন আয়ের লোকজন।