শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের পূর্ব চাদগাঁও গ্রামে ঈদের কেনা-কাটার টাকা না পেয়ে সঞ্চিতা আক্তার (১৮) নামে কলেজ পড়ূয়া ছাত্রী অভিমান করে আত্মহত্যা করেছে। ২২ জুন বৃহস্পতিবার দুপুরে এই মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটে। লাশ ময়না তদন্তের জন্য শেরপুর মর্গে পাঠিয়েছে পুলিশ।
নালিতাবাড়ী থানা উপ-পরিদর্শক শাহ আলম জানান, চাদগাঁও গ্রামের জনৈক গোলাম মোস্তফার মেয়ে সঞ্চিতা আক্তার ঈদের কেনা-কাটা করার জন্য তার বাবার কাছে ২ হাজার টাকা চায়। ওই টাকা না পেয়ে সকাল ১১ টার দিকে সঞ্চিতা তার ঘুমানোর কথা বলে ঘরের দরজা বন্ধ করে দেয়। দীর্ঘক্ষণ পর কোন সাড়া না পেয়ে মা ঘরের দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখেন সে ঘরের আড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। সঞ্চিতা এবার শেরপুর মর্ডান পাবলিক মহিলা কলেজ থেকে এইচএসসি পরীা দিয়েছে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।