আসছে ঈদুল আযহার দ্বিতীয় দিন মাঠে গড়াচ্ছে লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় আসর। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বর্ণিল এই আয়োজন উপলক্ষে বেশ উৎসাহ উদ্দীপনা বেড়েছে ঝিনাইগাতীর ক্রিড়াঙ্গনে। ‘‘মোবাইল ছেড়ে মাঠে চল, মাঠের খেলায় বাড়ে বল’’এই স্লোগানে সাবেক ক্রিকেটারদের নিয়ে ২০২১ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের তৃতীয় আসর এটি। এবারের আসরের টাইটেল স্পন্সর করছে ইশাল কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এন্ড ইকুইপমেন্ট।
ইতোমধ্যে ৫২জন সাবেক খেলোয়াড় নিয়ে ঝিনাইগাতী উপজেলার ইতিহাস-ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে ৪ টি দলের নাম ও খেলোয়ারদের বন্টনের জন্য ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ঝিনাইগাতী উপজেলা পাঞ্জেরী মডেল স্কুলে আয়োজক কমিটির আহব্বায়ক নাঈম রাহাত পাপ্পুর সভাপতিত্বে এবং যুগ্ম আহব্বায়ক আতিকুর রহমান আতিক এর সঞ্চালনায় জমকালো আয়োজনে খেলোয়ড়দের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র শেষে খেলোয়ারদের মধ্যে কোন দল কোন খেলোয়াড় নিয়ে খেলবে, এ বিষয়ে চূড়ান্ত হয়েছে বলেও জানিয়েছেন আয়োজক কমিটি। প্রতি দলের অধিনায়ক, সহ-অধিনায়কসহ সংশিষ্ট সকলের উপস্থিতিতে ড্র এর মাধ্যমে ৪ টি দলে খেলোয়াড় বন্টন করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়েছে।
এবারের আসরে প্রতিবারের মতো লিজেন্ডস অফ মহারশি, লিজেন্ডস অফ গজনী অবকাশ,লিজেন্ডস অফ সোমেশ্বরী, এবং লিজেন্ডস অফ সীমান্ত – চারটি দল তাদের দ্যুতি ছড়াবে। লিজেন্ডস কাপ ক্রিকেট টুর্নামেন্ট তৃতীয় আসরের পরিচালনা কমিটির আহবায়ক নাঈম রাহাত পাপ্পু বলেন, ২০২১সালে ঝিনাইগাতীর ক্রিকেট ঐতিহ্যের নানা স্মৃতি নিয়ে আমি ফেসবুকে একটি পোস্ট করেছিলাম। সেই পোষ্টে আবেগাপ্লুত হয়ে উপজেলার সাবেক সিনিয়র ক্রিকেটাররাও তাদের স্মৃতিচারণ করেন। আমরা এটি দেখে অনুপ্রাণিত হয়ে সাবেক ক্রিকেটারদের নিয়ে একটি চা চক্রের আয়োজন করি। সেই চা চক্র থেকে তরুণ ও নবীন খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতেই এই টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।
এবারের আসরের আয়োজক কমিটির যুগ্ম আহব্বায়ক আতিকুর রহমান আতিক বলেন, গত দুই আসরে আমাদের সিনিয়র ভাইয়ারা এই টুর্নামেন্টের আয়োজনের নেপথ্যের কারিগর ছিলেন। এবার তরুণদের দায়িত্ব দেয়া হয়েছে। আমরাও সিনিয়দের পদাঙ্ক অনুসরণ করে, তাদের দিকনির্দেশনায় টুর্নামেন্টটি সফল করার চেষ্টা করে যাচ্ছি। বাকিটা টুর্নামেন্ট মাঠে গড়ালে দেখা যাবে ইনশাআল্লাহ।
চূড়ান্ত হওয়া দলগুলো হলো লিজেন্ডস অব গজনী অবকাশ (অধিনায়কঃ মোঃ মনির হোসেন, সহ অধিনায়কঃ রাকিবুল হাসান শিমুল), লিজেন্ডস অব সীমান্ত (অধিনায়কঃ মোঃ মেজবা উদ্দিন তুহিন, সহ অধিনায়কঃ শাওন আহম্মেদ), লিজেন্ডস অব মহারশী (অধিনায়কঃ মোঃ ফারুক আহম্মেদ ফারুক, সহ অধিনায়কঃ আসাদুজ্জামান হিরা) এবং লিজেন্ডস অব সোমেশ্বরী (অধিনায়কঃ মোঃ মোশারফ হোসেন, সহ অধিনায়কঃ ওবাইদুর রহমান রাব্বানী)। অংশগ্রহণ করতে আগ্রহী ৫২ জন সাবেক ক্রিকেটারকে ব্যটিং বোলিং, ব্যাটসম্যান ও অলরাউন্ডার এই চারটি ক্যাটাগরীতে ভাগ করা হয়েছে।
আয়োজকরা বলছেন, সবুজে ঘেরা ঝিনাইগাতী উপজেলায় আশি এবং নব্বই এর দশকে ক্রিকেট এর একটি ঐতিহ্য ছিলো। থানা রোড স্পোর্টিং ক্লাব, উপজেলা ক্রিকেট একাদশ, নিউ স্টার ক্রিকেট ক্লাব, শালচূড়া স্পোর্টিং ক্লাব, মোল্লাপাড়া ক্রিকেট ক্লাব, খৈলকুড়া ক্রিকেট একাদশ, মরিয়ম নগর চাসং গিত্তালনী ক্রিকেট ক্লাব সহ আরও অনেক নামকরা ক্রিকেট ক্লাবগুলোর পদচারণা এ উপজেলার ক্রিকেটের প্রাণ ছিলো। মানুষ জন ক্রিকেট মাঠমুখী ছিলো। বছরের প্রায় পুরোটা সময় জুড়ে ঝিনাইগাতী স্টেডিয়াম মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলতো। কিন্তু স্মার্টফোনের এই যুগে ছেলেরা আজ অনেকটাই ঘরমুখো। মাঠের ক্রিকেট আজ প্রায় বিলুপ্তির পথে। সেই পথ থেকে উত্তরণের জন্য “মোবাইল ছেড়ে মাঠে চল, মাঠের খেলায় বাড়ে বল”এই স্লোগানে বর্তমান প্রজন্ম কে আবারো মাঠের খেলায় উদ্বুদ্ধ করাই আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য।
এবারের আসরের কারিগরি সহযোগিতায় রয়েছে স্বনামধন্য প্রডাকশন হাউজ ডি২৪ ডিজিটাল এবং খেলাটি সরাসরি সম্প্রচার করবে শেরপুর জেলার প্রথম ডিজিটাল মিডিয়া প্লাটফর্ম শেরপুর লাইভ।