পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে শেরপুর জেলা শহরের আইন-শৃঙ্খলা রক্ষা ও যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থা জোরদার, চেকপোস্ট এবং টহল-ডিউটি ঠিক রাখতে জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম আজ সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে খোঁজ-খবর করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম, জেলা গোয়েন্দা (ডিবি)র ওসি মোঃ আবুল কালাম আজাদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।