জামালপুরের ইসলামপুরে পলবান্ধা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে চাচার প্রতিদ্বন্দ্বী হয়েছেন ভাতিজা। দুজনেই চালাচ্ছেন নির্বাচনী প্রচারণা। এ নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে।
স্থানীয়রা জানান, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীন নৌকা প্রতীক এবং তার ভাতিজা মোস্তাফিজুর রহমান কমল আনারস প্রতীকে নির্বাচন করছেন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে চাচা-ভাতিজার লড়াই যেনো ততোই জমে উঠছে। নির্বাচনে জিততে দুজনেই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
জয়ের প্রত্যাশা ব্যক্ত করে নৌকা প্রতীকের প্রার্থী শাহাদাৎ হোসেন ডিহিদার স্বাধীন বলেন, বিগত দিনের মতো এবারও নির্বাচিত হলে মানুষের সেবা করবো। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আমাকে আবারও ভোট দিবেন।
জয়ের ব্যাপারে আশাবাদী শাহাদাতের ভাতিজা বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমানও। তিনি বলেন, নির্বাচিত হলে প্রধানমন্ত্রীর উপহার গরীব দুখীর মধ্যে বিলিয়ে দেবো। সরকারি বরাদ্দ সঠিকভাবে সুভিধাভোগীদের বিতরণ করবো।
ইসলামপুর উপজেলা নির্বাচন অফিসার হোসনে আরা বলেন, শুনেছি সম্পর্কে তারা চাচা-ভাতিজা।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর উপজেলার ছয়টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে লড়ছেন ২৯ জন প্রার্থী। সাধারণ সদস্য পদে ১৯০ জন পুরুষ ও সংরক্ষিত নারী সদস্য পদে ৫৩ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।