জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তি কামনায় প্রার্থনা ও দোয়া আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকালে ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি ল্যাফটেনেন্ড কর্ণেল (অব:) রেজাউল করিম খান, উপজেলা জাতীয় পার্টির সধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ছালাম ঘুনু, শেখ মোহাম্মদ ফেরদৌস রহমান সরকার, হাফিজুর রহমান জেমস, এইচ এম শাহ আলী, শাহজাহান মৌল্লা, মমতাজুর রহমান ফকির, পৌর জাতীয় পার্টির সভাপতি তারা মিয়া,সিনিয়র সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াদ হোসেন, মজিবর রহমান শেখ ও সোনা শেখ প্রমূখ।
উপজেলা বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।