ইবি প্রতিনিধি; ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনার্স, মাস্টার্স ও আটকে থাকা সব পরীক্ষা পবিত্র ঈদুল আজহার ছুটির পর অনুষ্ঠিত হবে। শনিবার বেলা ১১টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১২০তম একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আবাসিক হলগুলো বন্ধ রেখে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা যায়, ছুটি শেষে অগ্রাধিকারভিত্তিতে বিভাগগুলো পরীক্ষা গ্রহণ করতে পরবে। তবে পরীক্ষাগুলো অনলাইনে নাকি সশরীরে গ্রহণ করা হবে এ নিয়ে সংশ্লিষ্ট বিভাগ একাডেমিক বিভাগীয় সভায় সিদ্ধান্ত নেয়া হবে।
অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি আইটি সেল খোলা হবে। কোনো বিভাগ অনলাইনের পরীক্ষা গ্রহণ করতে চাইলে আইটি সেলের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষা গ্রহণ সম্পন্ন করবে। তবে ইতোমধ্যে প্রায় সব বিভাগ সশরীরে পরীক্ষা গ্রহণের পক্ষে সুপারিশ করেছে বলে জানা যায়।
পরীক্ষা চলাকালীন সরকারি সিদ্ধান্তের সাথে সঙ্গতি রেখে আবাসিক হলগুলো বন্ধ থাকবে।
গত ২৮ মে পরীক্ষা সশরীরে ও অনলাইনে গ্রহণের নির্দেশনা দেয় ইউজিসি। ইতোমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় সশরীরে পরীক্ষা গ্রহণ শুরু করেছে। ইউজিসির নির্দেশনার ২২ দিন পর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।