বেসরকারি টেলিভিশন ইন্ডিপেন্ডেন্ট টিভির একযুগ পূর্তিতে ৬৪ জেলার প্রতিনিধিদের মধ্যে সেরা দশজনকে নির্বাচন করা হয়ে। ১০ জনের তালিকায় ৬ষ্ঠ স্থান অর্জন করেছেন শেরপুরের প্রতিনিধি মেরাজ উদ্দিন।
এসময় সেরা প্রতিনিধিদের হাতে সম্মাননা ক্রেষ্ট, সার্টিফিকেট ও সম্মানীর চেক তুলে দেন ইনডিপেনডেন্ট টিভির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হক পাপন এমপি।
শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন জানান, এদিনটির কথা কখনই ভূলতে পারবোনা, এজন্য আমি আমার প্রিয় প্রতিষ্ঠানের বার্তা প্রধান, ন্যাশনাল ইনচার্জসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সবার কাছে দোয়া চাই, পরবর্তীতেও যেন এ ধারা অব্যহত রাখতে পারি।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।