
শেরপুরের নালিতাবাড়ীতে ইন্টারনেট সংযোগের কাজ করতে গিয়ে জাহাঙ্গীর আলম (২৫) নামে এক ইন্টারনেট সংযোগকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারী) বেলা ১২টার দিকে উপজেলার গোল্লারপাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম পাশ^বর্তী হালুয়াঘাট উপজলো শহরের মৃত রফিকুল ইসলামের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে গোল্লারপাড় এলাকায় ময়মনসিংহ ও জামালপুর থেকে যৌথভাবে পরিচালিত হীরা ইলেকট্রনিক্স ও সামিট কমিউনিকেশনের ইন্টারনেট সংযোগের কাজ করছিল জাহাঙ্গীর আলম। অসাবধানতাবশত কাজ করা অবস্থায় সে বিদ্যুতায়িত হয়ে পড়লে ঘটনাস্থলেই মারা যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্মরত চিকিৎসক ডাঃ সাদিয়া আফরিন সেবা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া বলেন, নিহতের পরিবারের লোকজন থানায় এসেছেন। লাশ বিনা ময়নাতদন্তে দাফনের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।