চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপের শীর্ষে থেকেই নকআউট পর্ব নিশ্চিত করলো রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ‘ডি’ গ্রুপের ম্যাচে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে ২-০ ব্যবধানে হারায় লস ব্লাঙ্কোসরা। দলের হয়ে একটি করে গোল করেন টনি ক্রুস ও মার্কো আসেনসিও।
প্রথম গোলের জন্য রিয়ালকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। ম্যাচের ১৭ মিনিটের সময় দলকে এগিয়ে দেন টনি ক্রুস। রদ্রিগোর পাস থেকে ম্যাচের প্রথম গোলটি করেন জার্মান মিডফিল্ডার ক্রুস । প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি দুই দল। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটের সময় লাল কার্ড দেখেন নিকোল বারেলা।
ম্যাচের ৭৯ মিনিটের সময় দানি কারভাহালের পাস ধরে ডি-বক্সের মুখে দাঁড়িয়ে উঁচু শটে স্কোরলাইন ২-০ করেন মার্কো আসেনসিও। যার ফলে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকে রিয়াল।
পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে রিয়াল। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান ইন্টারের। গ্রুপের অন্য ম্যাচে শাখতার দোনেৎস্কের মাঠে ১-১ ড্র করেছে শেরিফ তিরাসপুল। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়ে ইউরোপা লিগে খেলবে শেরিফ।