ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া টেস্ট ইতিহাসের অভিষেক ম্যাচ খেলা দুদল। ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজও টেস্ট আঙিনায় বিচরণ করছে বহুদিন ধরে। তা সত্ত্বেও তারা যে কৃতিত্ব অর্জন করতে পারেনি, সেটি করে দেখাল বাংলাদেশ।
বাংলাদেশই একমাত্র দল, যারা অপর ১১টি টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে পাঁচদিনের ম্যাচ খেলছে। মঙ্গলবার মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে মাঠে নামার সঙ্গে সঙ্গে এই কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ।
২০০০ সালের নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের টেস্ট অভিষেক হয় ভারতের বিপক্ষে। অভিষেক টেস্টে হেরে যাওয়া বাংলাদেশ তারপর ২৩ বছর কাটিয়ে দিয়েছে ক্রিকেটের আদি ফরম্যাটে। কাল এগারোতম দেশের বিপক্ষে টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করল বাংলাদেশ।
১১ দেশের মধ্যে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করেছে বাংলাদেশ। ২৩ বছরে ছয়টি সিরিজ জিতেছে টাইগাররা।