কেবল নেতিবাচক খবরের দিকে ঝুঁকে না থেকে ইতিবাচক, উন্নয়ন ও সম্ভাবনার সচিত্র সংবাদ পরিবেশনের উপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ।
তিনি সৎ ও সাহসী সাংবাদিকতার প্রশংসা করে বলেন, এমন কোন সংবাদ পরিবেশন করা উচিত নয়, যা শেরপুরের ভাবমূর্তি ক্ষুন্ন করে। শেরপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও স্থানীয় পত্রিকার সম্পাদকদের বিভেদ ভুলে ঐক্য প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে তিনি আরো বলেন, বিভেদ থাকলে অন্যরা নিজেদের দুর্বলতা খুঁজে পায়। তাই সকল বিভেদ ভূলে শেরপুরের উন্নয়নে কাজ করতে হবে।
তিনি রবিবার রাতে শেরপুর প্রেসক্লাব ভবনে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন ।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে চলতি অর্থ বছরেই শেরপুর প্রেসক্লাবের বহুতল ভবন নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি। ১ অক্টোবর রবিবার ওই ঘোষণা দিয়ে বলেন, চলতি অর্থ বছরে ত্রিতল ভবনের কাজ পুরোটা বাস্তবায়ন করা সম্ভব না হলেও অন্তত: প্রথম তলার কাজ শেষ করা হবে। ওইসময় তিনি পরামর্শ দিয়ে বলেন, ত্রিতল ভবনের প্রথম তলায় ক্লাবের আয়বর্ধক মার্কেট, দ্বিতীয় তলায় অফিস ও ক্যান্টিন এবং তৃতীয় তলায় হলরুম নির্মাণ হলে ভাল হবে।
এছাড়াও এসময় তার ভাইকে জড়িয়ে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একটি মামলার সূত্রধরে তিনি বলেন রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। কিন্তু একটি মহল রাজনীতির নামে নোংরামি ও চরম অশ্লীলতা ছড়াচ্ছে। কাজেই সমাজের বিবেক হিসেবে স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে এ বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে। সেইসাথে প্রকৃত সত্যটাই প্রকাশ করতে হবে।
প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কিবরিয়া কামরুলের সঞ্চলনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবারুণ শিক্ষা পরিবারের পরিচালক আনোয়ারুল হাসান উৎপল এবং পাতাবাহার খেলাঘর আসরের সভাপতি ও শেরপুর টাইমস ডটকমের প্রকাশক আনিসুর রহমান।
ওইসময় বিশেষ অতিথি আনোয়ারুল হাসান উৎপল প্রেসক্লাব ভবন নির্মাণ ও নিজস্ব আয় না হওয়া পর্যন্ত ক্লাবে খ-কালীন একজন কম্পিউটার অপারেটরের মাসিক ব্যয় নির্বাহের ঘোষণা দেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক সুশীল মালাকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, তালাত মাহমুদ, শরিফুর রহমান, মোঃ মেরাজ উদ্দিন, মুগনিউর রহমান মনি, আসাদুজ্জামান মোরাদ প্রমুখ।
ওই মতবিনিময় সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক প্রতিনিধি অংশ নেন।