ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে। শুক্রবার রাজধানী রোমসহ ইতালির ছত্রিশটি স্থানে ঈদ উদযাপন করা হয়েছে।
রোমের বাংলাদেশি ব্যবসায়িক প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও,লারগো প্রেনেসতে,কাসিলিনা ভাঙা দেওয়ালের মাঠসহ একাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
তরপিনাতারাস্থ কাসিলিনা ভাঙা দেয়ালের খোলা মাঠে প্রথম জামাত সকাল ৭টায় দ্বিতীয় ৭টা ৪৫ মিনিটে এভাবে পরপর পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। একইভাবে লারগো প্রেনেসতে সকাল ৮টায় দ্বিতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হয়।
এছাড়াও রোমের ব্যবসায়িক প্রাণকেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও, সেন্তেশেল্লে পিয়াচ্ছা মৃত্তি, আলবানো লাসসিয়ালে,ভেনিসসহ ইতালি রোমের আরও অনেক স্থানে ধর্মপ্রাণ মুসলমানেরা ঈদের জামাত আদায় করেছেন।