শেরপুরের নালিতাবাড়ীতে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ রবিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে উপজেলার দাওধারা কাটাবাড়ী এলাকার ইকরা কিন্ডারগার্টেন প্রিক্যাডেট স্কুল বর্ণাঢ্য কর্মসুচী গ্রহন করে। কর্মসুচীর মধ্যে ছিল, র্যালী, ক্রিড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা।
আলোচনা সভায় ইকরা কিন্ডারগার্টেন প্রিক্যাডেট স্কুলের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রিন্সিপাল শহিদুল্লাহ, নয়াবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, রুস্তম আলী সরকার, শরিফুল ইসলাম, আব্দুল হালিম, আজিজুল হক, হারুনুর রশিদ, মিজানুর রহমান, হযরত আলী প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা কচিকাঁচা শিক্ষার্থীদের মাঝে মহান স্বাধীনতার ইতিহাস তুলে ধরে তুরুণ প্রজন্মকে সুন্দর বাংলাদেশ গড়ার আহবান জানান।