শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, সাংবাদিক মোহাম্মদ জুবায়ের রহমানের নির্বাচনী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ভেলুয়া ইউনিয়নের ঢনঢনিয়া এলাকার কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ জুবায়ের রহমান।
ওইসময় তিনি বলেন, সেবায় ব্রত ইউনিয়নের সার্বিক উন্নয়ন-অগ্রগতিই আমার লক্ষ্য। উন্নয়ন-অগ্রযাত্রায় শাসক নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। তিনি আরও বলেন, কিছুদিন আগে আমার বড়ভাই মিজানুর রহমান মিয়া এ ইউনিয়নের চেয়ারম্যান থাকাবস্থায় মারা গেছেন। তার কিছুদিন পর আমার বাবাও মারা গেলেন। এখন আপনারাই আমার অভিভাবক। আমি আপনাদেরই সন্তান। ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমি আপনাদের দোয়া , সমর্থন ও রায় চাই।
বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত পৌর কর্মকর্তা ছামিউল হক খোকা, পোড়ারচর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম, তিনানী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আকরাম হোসেন, আনসার-ভিডিপির ইউনিয়ন কমান্ডার দেলোয়ার হোসেন, ডা. আব্দুর রফিক, চকবন্দী মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা মো. আবুল কালাম, অবসরপ্রাপ্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আলী আযম, যোগিনীমুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিদুর রহমান মুক্তা, অবসরপ্রাপ্ত শিক্ষক আনোয়ারুল হক মিয়া, ইমাম হাফেজ মো. মাহবুব খান, সাবেক ইউপি সদস্য শাজাহান আলী, বিশিষ্ট ব্যবসায়ী রহিম বাদশা রুমি, সমাজসেবক রুবেল মিয়া, রেজাউল করিম তোতা প্রমুখ।
সভায় ভেলুয়া ইউনিয়নের ২ সহস্রাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।