নেত্রকোনার তিন উপজেলার ২৫ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মধ্যে ২৪টির বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ১৭টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। সাতটিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটির ফলাফল স্থগিত রয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত এগারোটার দিকে জেলা রিটার্নিং ও নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, নেত্রকোনা সদরের চল্লিশা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সৈয়ম মাহবুবুল মজীদ, দক্ষিণ বিশিউড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. সেলিম আজাদ সেলিম, মেদনী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আলহাজ মিজানুর রহমান খান, কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আমজাদ হোসেন খান, আমতলা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রউফ সবুজ, সিংহের বাংলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. আলী আহসান সুমন, ঠাকুরাকোনা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুর রাজ্জাক, কাইলাটী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাজমুল হক, মৌগাতী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান খান আবুনী, রৌহা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রশিদ বিজয়ী হয়েছেন।
বারহাট্টা উপজেলার রায়পুরে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান রাজু, বাউসীতে আওয়ামী লীগ প্রার্থী শামুসুল হক, বারহাট্টা সদর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী কাজী সাখাওয়াত হোসেন খান, চিরাম ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাইদুর রহমান, সাহতা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চঞ্চল, আসমা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী শফিকুল ইসলাম খান ছন্দু এবং সিংধা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নাসিম তালুকদার বিজয়ী হয়েছেন।
আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. আব্দুস সাত্তার, লুনেশ্বরে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহজাহান কবীর, বানিয়াজানে আওয়ামী লীগ প্রার্থী মো. ফেরদৌস মিয়া, তেলিগাতীতে আওয়ামী লীগ প্রার্থী অখিল চন্দ্র দাস, দুওজ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাইদুল হক তালুকদার, সুখারীতে আওয়ামী লীগ প্রার্থী মো. শাহজাহান এবং শুনই ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মো. রোকন উজ্জামান বিজয়ী হয়েছেন।