কয়েকদিন আগেই লস ব্লাঙ্কোসদের সাদা জার্সি ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের লাল জার্সিকে বেছে নিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। কিন্তু কেন রিয়াল মাদ্রিদের হয়ে ৩০০-র বেশি ম্যাচ খেলা এই তারকা দল ছাড়লেন দারুণ ফর্মে থাকার পরও সেটা নিয়ে এখনও চলছে আলোচনা। সে আলোচনায় নাম লেখালেন গত মৌসুমে রিয়াল থেকে ইউনাইটেডে যোগ দেওয়া আরেক ফুটবলার রাফায়েল ভারান।
এই ফরাসি তারকা ফুটবলার তার সাবেক সতীর্থকে আবারও ক্লাব সঙ্গী হিসেবে পেয়ে বেজায় খুশি। সেইসাথে সাবেক রিয়াল সেন্টারব্যাক জানালেন কেন মাদ্রিদ ছেড়ে প্রিমিয়ার লিগের জায়ান্টদের হয়ে নাম লিখিয়েছেন ক্যাসেমিরো।
এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ভারান বলেন, ‘খুব উত্তেজিত, আমি তার (ক্যাসেমিরো) দক্ষতা খুব ভালো করে জানি। সে দল এবং তার মানসিকতায় ভারসাম্য আনতে সক্ষম। সে একজন যোদ্ধা, তাই আমি মনে করি সে সত্যিই ইংলিশ ফুটবল উপভোগ করবে। আমি তাকে চিনি।’
‘তার বাছাই (ম্যানইউতে যোগ দেওয়া) করার জন্য আমার সাহায্যের প্রয়োজন নেই। আমি জানি সে ঠিক কী অনুভব করে এবং কেন সে মাদ্রিদে থাকার পর এখানে আসছে। তার একটা নতুন চ্যালেঞ্জ দরকার। আমি ঠিক জানি কেন সে এই ক্লাবটিকে বেছে নিল। ‘
অবশ্য এই চ্যালেন্জ গ্রহণের কথা ক্যাসেমিরো রিয়াল ছাড়ার পর নিজেই বলেছিলেন। ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা গত মৌসুমেও দলের পারফরম্যান্সে আলো ছড়ান। সর্বশেষ মৌসুমেও রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ ও ৩৫তম লিগ শিরোপা জয়ের পথে অবদান রাখেন ক্যাসেমিরো।
কিন্তু নতুন দলের চ্যালেন্জ গ্রহণ করার কথা বললেও জানা যায় ক্যাসেমিরোর দল ছাড়ার পেছনে রয়েছে আরও একটি কারণ।
গত মৌসুমে দারুণ খেললেও ২০২২-২৩ মৌসুমে রিয়ালের দলে নিজের জায়গা পাকা নিয়ে অনিশ্চয়তায় ছিলেন ক্যাসেমিরো। কারণ ইতোমধ্যে লুকা মডরিচ রিয়ালের সঙ্গে তার চুক্তির মেয়াদ ২০২৩ সাল পর্যন্ত বাড়িয়েছেন। সেইসাথে বারবারের মতো ছন্দে আছেন টনি ক্রস।
এ জার্মান মিডফিল্ডারের সঙ্গে রিয়ালের মধ্যমাঠের শক্তি বাড়িয়েছে নতুন মৌসুমে ক্যাসেমিরোর জায়গায় ফরাসি মিডফিল্ডার অহেলিয়াঁ চুয়ামেনির দলে আগমন। এ ছাড়া ক্যাসেমিরোর জায়গায় আরও আছেন এদুয়ার্দো কামাভিঙ্গা ও ফেদেরিকো ভালভার্দে। এতগুলো বিকল্প থাকার কারণেই ক্যাসেমিরোও চাইছিলেন রিয়াল ছেড়ে দিতে।