রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলাকালে ইউক্রেনের বন্দরে আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ রকেট হামলার শিকার হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে একজন প্রকৌশলী নিহত হয়েছেন।
স্থানীয় সময় বুধবার (২ মার্চ) বিকেল ৫টা ১০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে।
হামলা নিহত প্রকৌশলীর নাম হাদিসুর রহমান। তিনি ওই জাহাজের জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কমডোর সুমন মাহমুদ সাব্বির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিএসসির এমডি জানান, ওই জাহাজে লাগা আগুন নেভানো হয়েছে। জাহাজে থাকা আরও ২৮ জন অক্ষত আছেন। জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি।
ওই জাহাজে অবস্থান করা নাবিক আতিকুর রহমান মুন্নাও এই খবর নিশ্চিত করেন। তিনি ফেসবুকে লিখেছেন, জাহাজে রকেট হামলা হয়েছেন। একজন মারা গেছেন।
গত প্রায় এক সপ্তাহ ধরে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়ার বাহিনী। এর মধ্যেই গত ২২ ফেব্রুয়ারি এমভি বাংলার সমৃদ্ধি নামের ‘বাল্ক ক্যারিয়ার‘ জাহাজটি ইউক্রেইনের ওই বন্দরে পৌঁছায়। তুরস্কের এরেগলি বন্দর থেকে গত ২১ ফেব্রুয়ারি খালি অবস্থায় সেটি ওলভিয়া বন্দরে যায়।
জাহাজটি ইউক্রেইনের বন্দর থেকে পণ্য তোলার কথা থাকলেও পরিবর্তিত পরিস্থিতিতে তা বাতিল করা হয়। জাহাজটিতে মোট ২৯ জন নাবিক রয়েছেন, যাদের একজন নিহত হলেন।
সমুদ্রগামী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয়।