“আস্থা ও নির্ভরতায় শেরপুর জেলা পুলিশ থাকবে আপনার পাশে” এমন প্রত্যয় ব্যক্ত করেছেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম, পিপিএম- সেবা। শেরপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও মানুষের যেকোন প্রয়োজনে পাশে থাকার কথাও জানিয়েছেন তিনি।
আজ রাতে শেরপুর টাইমসের সাথে আলাপকালে শেরপুরকে এগিয়ে নিতে বিভিন্ন ভাবনার কথা জানিয়েছেন নবাগত পুলিশ সুপার। এসময় শেরপুরের মানুষের জন্য কাজ করতে যেকোন ইতিবাচক সহযোগিতার জন্য সাংবাদিকদের প্রতিও আহবান জানান তিনি।
নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম বলেন, দায়িত্ব পালনকালে শেরপুরকে নিজের জেলা মনে করেই কাজ করতে চাই। শেরপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সাধারণ মানুষের সাথে পুলিশের সম্পর্ক আরো নিবিড় করতে যতটা সহযোগিতা প্রয়োজন, তা করবে জেলা পুলিশ। এর জন্য শেরপুরবাসীর আন্তরিক সহযোগিতা আমাদের কাম্য।
এদিকে বুধবার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএমের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে শেরপুরে যোগদান করেন নবাগত পুলিশ সুপার মোনালিসা বেগম। কিশোরগঞ্জ জেলায় জন্ম ও বেড়ে ওঠা হলেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
২৫তম বিসিএসে উত্তীর্ণ হয়ে রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ শেষ করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগে যোগদান করেন। এরপর নিষ্ঠার সাথে ঢাকা জেলা, ডিএমপি সদর দপ্তর এবং মতিঝিল বিভাগে কাজ করেছেন। শেরপুরে যোগদানের আগে ঢাকা জেলা পুলিশের বিশেষ শাখায় পুলিশ সুপারের দায়িত্ব পালন করেছেন তিনি।