:আবদুল হান্নান:
পবিত্র মাহে রমজান সংযমের মাস। আত্মশুদ্ধি অর্জন ও একটি সিয়াম সাধনের মাস। এ মাসে ইবাদতের সওয়াব বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয়। সমাজের অসহায়-দরিদ্র মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা অনুধাবন করার মাস এটি। এ মাসে ধনী-গরিব সবার মধ্যে সিয়াম পালন করতে দেখা যায়। কিন্তু রমজানে দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে দিশাহারা হয়ে পড়েছেন ক্রেতারা। বেশি বিপাকে পড়েছে দেশের খেটে খাওয়া অসহায় দরিদ্র সব মানুষ। এসব নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের কথা চিন্তা করা দরকার।
মহানবী (স) এ রমজান মাসে প্রচুর দান-সদকা করতেন। তাই পবিত্র রমজানে আমরা একটু সংযত হয়ে অসহায় ও দরিদ্র মানুষের খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়াতে পারি। খোঁজ নিলে দেখা যাবে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এ বছর হয়তো বহু মানুষের সেহরি-ইফতার জোগাতে কষ্ট হচ্ছে। কারণ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দফায় দফায় বাড়লেও বেশিরভাগ মানুষের আয় বাড়েনি।
আসুন, পবিত্র রমজানে আমরা সবাই ব্যয় এবং খাবারেও সংযত হয়ে আমাদের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের পাশে দাঁড়াই, হয়তো মহান আল্লাহ এর অসিলায় আমাদের ক্ষমা করে দেবেন।
লেখক:- শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ভোলা সরকারি কলেজ, ভোলা।