আশুলিয়া থানার নয়ারহাটে চৌরাবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব-৪। শনিবার দিবাগত রাত ১টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-৪ এর কমান্ডিং অফিসার লুৎফুল কবির।
একতলা ওই বাড়ির ভেতরে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে। আশপাশের ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া শুরু হয়েছে। ওই বাড়িটির সামনে কয়েকটি দোকানও রয়েছে।
র্যাব-৪ এর সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্দেহভাজন জঙ্গিরা রাত তিনটার দিকে ভেতর থেকে কয়েক রাউন্ড গুলি করেছে। তবে এখনও পর্যন্ত কেউ হতাহতের শিকার হয়নি।
আজ (রবিবার) দিনের আলোতে আস্তানাটিতে অভিযান চালানো হবে বলে জানা গেছে।