কুমিল্লায় মন্দিরে হনুমানের পায়ে মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন রেখে অবমাননার প্রতিবাদ ও দোষীকে খোঁজে বের করে ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সর্বস্তরের তৌহিদী জনতা।
আজ সকালে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সামনে শেরপুর-নালিতাবাড়ী মহাসড়কে প্রায় ঘন্টাব্যাপি এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন বক্তব্য রাখেন নালিতাবাড়ী পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, কেন্দুয়াপাড়া দারুল উলুম মাদরাসার মুহতামীম ও বায়তুল মাসুর মসজিদের খতিব মাওলানা মজিজুর রহমানসহ অনেকেই।
বক্তারা, মুসলমানদের পবিত্র গ্রন্থ আল কোরআন অবমাননাকারীকে খোঁজে বের করে প্রকাশ্যে ফাঁসির দাবি করেন। পাশাপাশি ধর্ম অবমাননাকারীর বিরুদ্ধে আইন প্রণয়নের দাবি জানান।