গণফোরামের সভাপতি ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, ১৪ নম্বর দল ছিলো আওয়ামী লীগ। আমরা যখন ১৩ দল ছিলাম, তখন আওয়ামী লীগ এসে বললো আমরা আপনার সাথে ঐক্যবদ্ধ হতে চাই। তারপর আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম।
বৃহস্পতিবার(১ মার্চ) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরে অনুষ্ঠিত সমসামরিক বিষয় নিয়ে টকশো ‘মুক্তবাক’-এ অতিথি হয়ে এসে এ মন্তব্য করেন তিনি।
টকশোতে আলোচনার বিষয় ছিলো ‘এ সময়ের রাজনীতি’। টকশোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি, সংবিধান প্রণেতাড. কামাল হোসেন। উপস্থাপনায় ছিলেন রাহুল সাহা।
ড. কামাল হোসেন বলেন, সুষ্ঠু রাজনীতির কোনো বিকল্প নাই। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ আসন নির্বাচিত হয়। এটা কী ধরণের রাজনীতি? এই ধরণের রাজনীতি থেকে দ্রুত মুক্ত না হলে ভয়াবহ অবস্থা হবে। অলরেডি হয়ে গেছে। ভবিষ্যতে আরও ভয়াবহ হবে।
২০১৪ সালের নির্বাচনের আগে বলা হয়েছিল, ধারাবাহিকতা রক্ষা করার জন্য একটা নির্বাচন করছি। কিছু দিনের মধ্যে সবার সাথে আলাপ করে একটা নির্বাচন দেবো। সাড়ে চার বছর হয়ে গেছে। নির্বাচন ছাড়াই সাড়ে চার বছর চালিয়ে নিয়েছে সরকার।
আগামী নির্বাচনের আগে জাতীয় ঐক্যের প্রসঙ্গে তিনি বলন, দেশকে বাঁচানোর জন্য আমরা সব সময় ঐক্যবদ্ধ হয়েছি। অবাধ সুষ্ঠু নির্বাচনে জাতীয় ঐক্য অপরিহার্য।
এক প্রশ্নে জবাবে তিনি বলেন, কে রাজনীতি করতে পারে তা সংবিধানে লেখা আছে। স্বাধীনতা বিরোধীরা রাজনীতি করার অধিকার রাখে না। ১৪ নম্বর দল ছিলো আওয়ামী লীগ। আমরা ১৩ দল ছিলাম তখন আওয়ামী লীগ এসে বলল আমরা আপনার সাথে ঐক্যবদ্ধ হতে চাই।
তিনি আরো বলেন, আমোদের রাজনীতিতে ইগো আছে। আর এটা একটা রোগে পরিণত হয়েছে।