শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের সদ্য অপসারণকৃত চেয়ারম্যান হাজি মোশারুফ হোসেন ও পৌর মেয়র আবু বক্কর সিদ্দিকের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৯ আগস্ট) বেলা এগারোটার দিকে শহরের আড়াইআনী বাজার দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের গেইটে গিয়ে শেষ হয়।
উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক নুরুল আমীনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপ’র সাবেক যুগ্ম-আহবায়ক আমিনুল ইসলাম জিন্নাহ, দুলাল হোসেন, কামরুল ইসলাম বিএসসি, মোজাম্মেল হোসেন, শহর বিএনপি’র সাবেক আহবায়ক ও সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন, বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহবায়ক হুমায়ন কবীর, যুগ্ম-আহবায়ক কলিমুল্লাহ টুকন প্রমুখ।
বক্তারা বলেন, আওয়ামী লীগের এসব নেতাদের নির্দেশে ও সরাসরি মদদে শান্ত নালিতাবাড়ীর ছাত্রজনতার উপর হামলা, হুমকি ও বানোয়াট মামলা দেওয়া হয়। এছাড়া স্বৈরাচার হাসিনার শাসনামলে বিরোধীদলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষদেরও তারা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করেছে। বাড়িঘর ছাড়া করেছে। আমরা তাদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এসময় উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ইউনুছ আলী দেওয়ান, আলী আশরাফ ভুইয়া, আব্দুল মালেক, শহর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক নজরুল ইসলাম, ছাত্রদল নেতা দুর্জয় হাসান শাকিলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।