হিন্দু ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসবের দূর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম ওয়ারেজ নাঈম। আজ (১৮ অক্টোবর) বৃহস্পতিবার বিকালে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার ২৫টি পূজা মন্ডপ পরিদর্শন ও গণসংযোগ করেন তিনি।
পূজা মন্ডপ আয়োজকদের সাথে কুশলাদি বিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করে নাঈম বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এসময় তিনি হিন্দুধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বলেন, স্বাধীনতার পর এ আসনে ঝিনাইগাতী থেকে আওয়ামী লীগের কেউ মনোনয়ন পায়নি। এজন্য ঝিনাইগাতী উপজেলা অনেকটাই পিছিয়ে আছে। এবার মনোনয়ন প্রত্যাশায় এলাকায় গণসংযোগ ও সকল শ্রেণী পেশার লোকজনের সাথে নৌকা প্রতীকের ভোট প্রার্থনা করছেন। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা তার সফরসঙ্গী ছিলেন।