শেরপুরের শ্রীবরদীতে বয়স্ক ভাতা কার্ডের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন এক অশীতিপর বৃদ্ধ। বয়সের ভারে ন্যুয়ে পরা এ বৃদ্ধের নাম আবেদ আলী (৮৮)।
তিনি শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গোশাইপুর গ্রামের মৃত তমির আলীর ছেলে। সহায় সম্পত্তি বলতে এক চিলতে পৈত্রিক ভিটেতে ঘর তৈরী করে কোন রকম মাথা গোজার ঠাঁই করে নিয়েছেন। সেখানেই তিনি স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন ।
বর্তমানে শরীরে শক্তি না থাকায় লাঠিতে ভর করে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষাবৃত্তি করে স্ত্রী, এক মেয়েসহ নাতি-নাতনী নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। ব্যাক্তিগত জীবনে তিনি ৩ মেয়ে সন্তানের জনক। মেয়েদের বিয়ে দিয়েছেন। দুই মেয়ে স্বামীর সংসারেই থাকেন নিজেদের মত করে। তবে ছোট মেয়ে মালেহার স্বামী মারা গেছে কয়েক বছর আগে।
স্বামী মারা যাওয়ার পর থেকে দুই মেয়ে ও এক ছেলে নিয়ে বাবা আবেদ আলীর সংসারেই থাকেন। এ যেন মরার উপর খারার ঘা। বৃদ্ধ আবেদ আলী বলেন, আমার একটা বয়স্ক ভাতার কার্ড খুবই প্রয়োজন। বয়স্ক ভাতার কার্ড হলে অনেক উপকার হবে।
এব্যাপারে গোশাইপুর ইউপি চেয়ারম্যান এস.এম যোবায়েল এ প্রতিনিধিকে বলেন, আমার কাছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসলে ওই বৃদ্ধের বয়স্ক ভাতার কার্ড করে দেব।