প্রথমার্ধের ২৮ মিনিটের মধ্যে জোড়া গোলে এগিয়ে গিয়েও লিভারপুলের বিপক্ষে জিততে পারল না আর্সেনাল। অ্যানফিল্ডে তাদের রুখে দিয়ে শিরোপার লড়াইটাই জমিয়ে দিল ইয়ুর্গেন ক্লপের দল। বলা ভালো বড় উপহার করল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির।
কারণ এই ড্রয়ের ফলে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা সিটির সঙ্গে শীর্ষে থাকা গানারদের পয়েন্টের ব্যবধান ৮ হলো না। ব্যবধানটা এখন ৬ পয়েন্টের।
অ্যানফিল্ডে রবিবার অনুষ্ঠিত ম্যাচটি ২-২ ড্র হয়। অষ্টম মিনিটেই গাব্রিয়েল মার্তিনেলি এগিয়ে দেন আর্সেনালকে। ২৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা গাব্রিয়েল জেসুস।
প্রথমার্ধেই লিভারপুলের পক্ষে ব্যবধান কমান মোহামেদ সালাহ। ম্যাচের বয়স তখন ৪২ মিনিট। কিন্তু বিরতির পর স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন তিনি। তাতে সমতায় ফেরার সুযোগ হারায় লিভারপুল। পরে অবশ্য ৮৭তম মিনিটে ফিরমিনোর গোলে পয়েন্ট আদায় করে নেয় স্বাগতিকরা।
মিকেল আর্তেতার আর্সেনালের পয়েন্ট এখন ৩০ ম্যাচে ৭৩। এক ম্যাচ কম খেলা সিটি ৬৭ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান অষ্টম।