খাগড়াছড়িতে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপেন ত্রিপুরা (১৯) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ির জেলা শহরের খাগড়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দীপেন ত্রিপুরা খাগড়াপুর এলাকার সুকুমার ত্রিপুরার ছেলে। সে খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাঁশের মাথায় আর্জেন্টিনার পতাকা লাগিয়ে টানানোর জন্য গাছে উঠে দীপেন ত্রিপুরা। কিন্তু পতাকা লাগানো বাঁশটি কাঁচা হওয়ায় পাশের বৈদ্যুতিক পোল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যায় দীপেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।