বুধবারই মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের আমেরিকা অঞ্চলের বাছাইয়ে মুখোমুখি হয়েছিল দুই দেশের মেয়েরা। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ব্রাজিল অধিনায়ক রবার্তা এভেরি।
আগে ব্যাট করতে নেমে মাত্র ১২ রানে অলআউট হয়ে যায় আর্জেন্টিনার মেয়েরা। দলটির পক্ষে ২ রানের বেশি করতে পারেননি কোনো ব্যাটসম্যান। ইনিংস উদ্বোধনে নামা ভেরোনিকা ভাস্কুয়েজ, ছয় নম্বরে নামা কেতেলুনিয়া ভেরোনি ও নয় নম্বরে নামা তামারা ভেসিলে দুই রান করে করেন।
ব্রাজিলের পক্ষে রতনা ডি সুসা ও লারা মইসিস দুইটি করে উইকেট নেন। আর্জেন্টিনাকে জবাব দিতে নেমে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্রাজিল। ইনিংস উদ্বোধনে নামা লাউরা আগাতা ৪ রান করেন।