সুন্দর এই ভুবনে সুন্দরতম জীবন হোক তোমার পূরণ, হোক প্রতিটি স্বপ্ন, প্রতিটি আশা তোমার পূরণ, বেঁচে থাক হাজার বছর। শুভ জন্মদিন আরেফিন সোহাগ।
আরেফিন সোহাগ একজন লেখক ও সাংবাদিক হিসেবেই বেশি পরিচিত। বর্তমান তিনি দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোটাল বিডি২৪লাইভের শিফট ইনচার্জ হিসেবে কর্মরত রয়েছেন। আজ এই মানুষটির জন্মদিন। হাজারও ভক্ত শ্রোতাদের ভালাবাসায় সিক্ত আরেফিন সোহাগ। শেরপুর টাইমস পরিবারের পক্ষথেকে আরেফিন সোহাগকে জন্মদিনের শুভেচ্ছা।
জন্মদিনে আরেফিন সোহাগ বলেন, ‘আমি যা চেয়েছি তা পেয়েছি। আমি আজ সকলের ভালাবাসায় সিক্ত। আমি এই ভাবে সারা জীবন সকলের মাঝে বেঁচে থাকতে চাই।’
প্রসঙ্গত, আরেফিন সোহাগ ২০০৬ সাল থেকে গণমাধ্যমকর্মী হিসেবে পরিচিতি লাভ করেন। দেশের বিভিন্ন গণমাধ্যমে তিনি কাজ করেছেন। ২০১৮ সালে এসে তিনি মডেল ও অভিনয় শিল্পী হিসেবে পরিচিত করেন নতুন করে। এরপর থেকে তিনি দেশ ও দেশের বাহিরে নিজের লেখনির মাধ্যমে নিজেকে তুলে ধরেন।