গত কয়েক বছর ধরে ঈদে মুক্তি পাচ্ছে শবনম বুবলী অভিনীত নতুন ছবি। তারই ধারাবাহিকতায় ঈদুল আজহায় মুক্তি পেয়েছে শাকিব খান-বুবলী অভিনীত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি।
বুবলী বলেন, ‘সিনেমার জন্য ঈদ উৎসবটা অনেক বড় একটা বিষয়। ভাগ্যক্রমে গত কয়েক বছর ধরে আমি শুধু ঈদে হাজির হচ্ছি। সত্যি এটি আমার জন্য বড় আনন্দের একটি বিষয়। ঈদের মতো এমন বড় উৎসবে থাকতে পেরে সত্যি আমি দারুণ খুশি, যা মুখে প্রকাশ করার মতো না।’
ঈদুল আজহায় দেশের ১৫৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিটি। জাকির হোসেন রাজু পরিচালিত ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব-বুবলী। ছবিটি নিয়ে বেশ সাড়া পাচ্ছেন বুবলী।
তিনি বলেন, ‘এরই মধ্যে ছবিটি নিয়ে ভক্ত ও পরিচিতমহল থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমি নিজেও ছবিটি দেখতে হলে গিয়েছি। দেশে ডেঙ্গু, বন্যা এতকিছুর পরও দর্শক হলে যাচ্ছে ছবিটি দেখার জন্য। এটা চলচ্চিত্রশিল্পের জন্য অনেক বড় পাওয়া, আমার জন্য বেশ আনন্দের। ভালো গল্পের ছবি হলে দর্শক প্রেক্ষাগৃহে যাবেই, এটাই তার প্রমাণ।’
‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবির গল্প প্রসঙ্গে জানতে চাইলে বুবলী বলেন, ‘এটি একটি দেশপ্রেমের ছবি। এতে প্রেম আছে, অ্যাকশন আছে, আছে সুন্দর একটি পরিবার ও সমাজের গল্প। ছবিটি দেখলে মনে হবে গল্পটি আমার, আপনার, আমাদের। সুন্দর একটি মেসেজও আছে এতে। এ অবধি যারাই দেখেছেন, তারাই এর প্রশংসা করেছেন।’
দেশ বাংলা মাল্টিমিডিয়া প্রযোজিত ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম, কাজী হায়াত, মিশা সওদাগর, সাবেরী আলম, ডন প্রমুখ।