আমার সন্তানের সুস্থতার জন্য সহায়তা করুন, আমার সন্তানকে বাঁচাতে আপনারা এগিয়ে আসুন’, মাথার পিছনে “টিউমার” নিয়ে জন্মানো আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য দেশে-বিদেশে অবস্থানরত বিত্তবান, হৃদয়বান মানুষদের প্রতি এমনটাই আকুতি জানিয়েছেন মাবিয়ার অসহায় মা।সাড়ে ছয় মাস বয়সী এই শিশুটি এখন দুঃসহ যন্ত্রণা আর আর্তচিৎকার নিয়ে বেঁচে আছে।
শেরপুর সদর উপজেলার ২নং চরশেরপুর হেরুয়া তালুকপাড়া গ্রামের রিক্সাচালক জমিরউদ্দীনের একমাত্র কন্যা মাবিয়া।
শিশুর পরিবার জানায়, মাবিয়ার মাথার পিছনে টিউমার জন্ম থেকেই। তবে টিউমারটি আগে ছোট ছিল। কিন্তু এখন দিনে দিনে ক্রমেই মাথার চেয়ে বড় আকারে বেড়ে যাচ্ছে । দ্রুত চিকিৎসা করানোর জন্য পরামর্শ দিয়েছেন ঢাকা পিজি হাসপাতালের চিকিৎসকেরা। এজন্য প্রয়োজন প্রায় ৪ (চার) লাখ টাকা। কিন্তু শিশুটির বাবা-মা’র পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।
চিকিৎসার পেছনে ইতিমধ্যে রিক্সাচালক বাবার অনেক টাকা খরচ হয়ে গেছে। এ অবস্থায় শিশু মাবিয়ার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আর্থিক সহযোগিতা কামনা করেছেন অসহায় বাবা-মা।
ফুটফুটে অবুঝ এ শিশুটির চিকিৎসায় সহযোগিতা দিতে মোবাইলে 01951081492 (মাবিয়ার মা) নম্বরে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। আর সাহায্য পাঠাতে 01951081492 বিকাশ (পারসোনাল)।