আমার আকাশ
– রফিক মজিদ
তুমি যদি আজ আমায় বলো
আকাশ ছু’বো।
আমি তা পারবো,
আর যদি বলো, মেঘের সাথে দৌড়াবো
সেটাও পারবো।
ঐযে আকাশের গাঁয়
ঠেস দিয়ে দাড়িয়ে আছে পাহাড়গুলো
আর পাহাড়ের গাঁয়
লুটিয়ে ঘুমোচ্ছে মেঘগুলো।
তুমি হাত বাড়িয়ে দেখ
মেঘগুলো তোমায়
কেমন করে ভিজিয়ে দিয়ে যায়।
দু’হাত মেলে ধরে দেখ
আকাশটা আজ কত কাছে।
যতটুকু কাছে
আমার বুকের ভেতরের আকাশটা
ঠিক ততটুকুই কাছে এনেছি
প্রকৃতির আকাশটাকে।
এবার ঐ আকাশ,
ঐ পাহাড়, ঐ মেঘগুলোকে
তোমার সাথে বাড়ি যেতে বলো
যায় কিনা!
যাবে না তো!
কিন্তু আমার বুকের ভেতরের আকাশ
আকাশের গাঁয় জমাট বাঁধা
ভালোবাসার মেঘ
বুকের পাঁজরে গড়া পাহাড়
সবকিছুই তোমার হাতের নাগালে।
তুমি ইচ্ছে করলেই
আমার এ আকাশ-পাহাড়
আর ভালোবাসার মেঘের সাথে
দু’হাত মেলে ধরে
আলিঙ্গন করতে পার
যখন-তখন।
তুমি এখন কোন আকাশকে চাও
তোমার এই আকাশকে
নাকি আমার আকাশ !
লেখক : রফিক মজিদ,
কবি ও সাংবাদিক, শেরপুর।
(শেরপুর টাইমস ডট কমের “সাহিত্য পাতা” সকলের জন্য উন্মুক্ত। আপনার স্বরচিত ছড়া- কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশের জন্য ইমেল করুন sherpurtimesdesk@gmail.com এই ঠিকানায়।)