সারভা ভারতীয় উৎসব এবং নৃত্যবাস একাডেমির আয়োজনের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের দুই তরুন নৃত্যশিল্পী। ইউটিউব চ্যানেলে তাদের নিজস্ব কিছু নাচের ভিডিও দেখে কলকাতার প্রোগ্রাম সমন্বয়কারী সঞ্চিতা মুন্সি সাহা তাদের এই প্রতিযোগিতা ও উৎসবে আমন্ত্রণ করেন। সজল ও সিতাব দুজনেই এই আমন্তনে সম্মতি প্রদান করেন এবং অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করেন। এই উৎসব ও প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে ভারত, বাংলাদেশ সহ আরো বেশ কিছু দেশ। “চিলেকোঠার ” পরিবারের সদস্যরা জানিয়েছেন তাদের সার্বিক ভাবে সহযোগিতা করেছেন কলকাতার সুনামধন্য নৃত্য পরিচালক সুমন মন্ডল।
আয়োজকদের তথ্যমতে এই দুই তরুন নৃত্যশিল্পী বাংলাদেশের লোকজ সংস্কৃতির ১০মিনিটের একটি কাহিনী ভিত্তিক নৃত্য পরিবেশনা করবেন।
জানা যাক সজল ও সিতাব এর কিছু কথা
এশান নূর সজল পটুয়াখালী জেলার সন্তান। ছোট বেলা থেকেই নাচ, গান ও কবিতা আবৃত্তির প্রতি ছিল আলাদা টান। কিন্তু সবকিছুর মধ্যে তিনি নৃত্যকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তার নৃত্যের হাতেখরি তার চাচা(কাকা) মেহেদী হাসান সজীব এর কাছে, এর পরে সাইফুল ইসলাম ইভান ও আশিকউজ্জামান নয়ন এর পরে ঢাকার নৃত্যগুরু ও পরিচালকদের মধ্যে – কবিরুল ইসলাম রতন, এম আর ওসেক, ফারহানা চৌধুরী বাবী, অনিক বোস, বেলায়েত হোসেন খান, সাজু আহমেদ ও ভারতের তরিত সরকারের কাছে তালিম নেন। এবং বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ এর নিয়মিত প্রোগ্রাম সহ বি টি ভি, আর টি ভি, এন টি ভি, এ টি এন বাংলা ও চিলেকোঠা (অনলাইন) টিভি তে প্রোগ্রামে করে থাকেন। এর আগেও তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে দিল্লি ও কলকাতা সহ বেশ কিছু দেশ পারফর্মেন্স করতে গিয়েছিলেন। বর্তমানে তিনি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র এবং বিশ্ববিদ্যালয়ের ডান্স মডারেটর। তিনি একজন ভালো মানুষের পাশাপাশি ভালো নৃত্যশিল্পী হতে চান।
মানসিব খান সিতাব
মানসিব খান সিতাব সিরাজগঞ্জের সন্তান। ছোট বেলা থেকেই নাচের প্রতি আলাদা টান ছিলো। তার নাচের হাতেখরি আমিরুল ইসলাম মনি’র কাছে। তিনি বলেন নাচকে ভালোবেসে নাচের সাথেই থাকতে চাই। বর্তমানে তিনি জনপ্রিয় নৃত্য পরিচালক দের মধ্যে – কবিরুল ইসলাম রতন, সোহেল রহমান ও লিখন রয়ের নিয়মিত প্রোগ্রাম করেন, পাশাপাশি বি টি ভি, আর টিভি, এন টি ভি, এম টিভি ও চিলেকোঠা (অনলাইন) টিভিতে পারফর্মেন্স করে যাচ্ছেন। তিনি একজন ভালো মনের মানুষ ও ভালো নৃত্যশিল্পী হতে চান।