যুক্তরাজ্যে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থা আবারও অবনতি ঘটেছে। মস্তিষ্কের রক্তনালীতে সমস্যার পর এবার ফুসফুসেও সমস্যা ধরা পড়েছে। তাঁকে নিবির পরিচর্যা কেন্দ্র (আইসিও) তে রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মেয়রের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে আনিসুল হকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী রুবানা হক।
প্রসঙ্গত, নাতির জন্ম উপলক্ষে গত ২৯ জুলাই সপরিবারে লন্ডনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। অসুস্থ বোধ করায় ৪ অগাস্ট লন্ডনের একটি হাসপাতালে গেলে সেখানে পরীক্ষা চলার মধ্যেই সংজ্ঞা হারান তিনি। পরে তার মস্তিস্কের রক্তনালীতে প্রদাহজনিত সেরিব্রাল ভাসকুলাইটিস শনাক্ত করেন চিকিৎসকরা। অবস্থা অপরবর্তিত থাকলেও চলতি মাসের ২৯ তারিখ আবার অবস্থার অবনতি ঘটে। এবার ফুসফুসেও সংক্রমণ দেখা দেয়।