:রাশিদুল হাসান:
আনন্দ এক দামি জিনিস ভাই
আনন্দ পেতে হলে তবে কিছু চাই।
মন ভরে দেখো তুমি প্রকৃতি তাই,
যেখানে আনন্দের কোনো সীমা নেই।
সকল বেলা শোনি পাখির কন্ঠে মধুর গান
ভরে যাই মন প্রাণ শোনে ঐ কুকিলের গান।
মাতৃছায়ায় জুড়ে যায় অামার প্রাণ
শোনে ঐ প্রকৃতির কল গান।
অারো কত কিছুতে আনন্দ পাই,
ফুলের সুবাসে অামার মন ভরে যায়।
আনন্দ পেতে হলে তবে কিছু চাই।
ছোট্ট শিশুর কথা, বইপড়া,খেলাধুলা,
আনন্দতে নেই কোনো এর তুলনা।
আনন্দ এক দামি জিনিস ভাই
আনন্দ পেতে হলে তবে কিছু চাই।
সুন্দর প্রকৃতি দৃশ্য দেখা দূরে কোথাও ভ্রমণ
মন ভরে পেতে পারি আনন্দ তেমন।
আনন্দ এক দামি জিনিস ভাই
আনন্দ পেতে হলে তবে কিছু চাই।