বর্ণাঢ্য আয়োজনে শেরপুরের মধুটিলাতে শুক্রবার মিমোজা রিটেল চেইনশপের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে । আনন্দমুখর পরিবেশে এ বনভোজনে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, নৃত্য পরিবেশন, র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ক্রিকেট, চেয়ারসিটিং, অন্ধের হাঁড়িভাঙা ও দৌড় প্রতিযোগিতায় মেতে ওঠেন মিমোজা পরিবারের সদস্যরা। উপভোগ্য হয়ে উঠে মিমোজা ওনার একাদশ ও কো-ওনার একাদশের ক্রিকেট ম্যাচটি । টান টান উত্তেজনা শেষে তিন উইকেটে জয় লাভ করে মিমোজা পরিবারের কর্ণধার জাকির হোসেন বাচ্চুর নেতৃত্বাধীন ওনার একাদশ ।
বনভোজনের পুরো আয়োজনকে সফল করতে সহায়তা করেন মিমোজা পরিবারের প্রিয়মুখ রিয়াজ উদ্দিন রাব্বী ।
এব্যাপারে মিমোজা রিটেইল চেইন শপের কর্ণধার জাকির হোসেন বাচ্চু বলেন ,মিমোজা পরিবারের সদস্যরা সারাবছর আমাদের অগণিত গ্রাহকের সেবা দিয়ে থাকে । তাই তাদের মানষিক স্বাস্থ্য, চিত্ত বিনোদনের অংশ হিসেবে এই ধরনের আয়োজন । প্রতি বছরের ন্যায় এবারও আমরা বনভোজনের আয়োজন করেছি ,চেষ্টা করবো এই ধারা অব্যাহত রাখতে ।