সকল শ্রেণির সরকারি চাকুরীতে ৫% আদিবাসী কোটা পুর্নবহালের দাবিতে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হিউম্যান রাইটস ডিফেন্ডার (এইচআরডি)’র আয়োজনে শহরের টাউন হল মার্কেটের সামনে আজ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আদিবাসী নেতা সুমন্ত বর্মনের সঞ্চালনায় মানববন্ধনে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন, বাংলাদেশ হদি ছাত্র সংগঠন, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি মলিন্দ্র বিশ^াসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, বাংলাদেশ বর্মন ছাত্র পরিষদের সভাপতি পবিত্র চন্দ্র বর্মন, বীর মুক্তিযোদ্ধা তালাপতু হোসেন মঞ্জু, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতা শান্ত রায়, হিউম্যান রাইটস ডিফেন্ডারের ছাত্র নেতা মিঠুন চন্দ্র বর্মন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে আদিবাসীরা এখনও অনগ্রসর। সংবিধানে তাদের জন্য ৫% কোটার ব্যবস্থা রাখা হয়েছে। কিন্তু এখন সেই কোটা বাতিল করার সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা আমাদের আদিবাসী কোটা বাতিল না করার জন্য অনুরোধ করছি।