
শেরপুরের শ্রীবরদীর বালিজুড়ি খ্রিস্টান পাড়ায় আদিবাসীদের ফসল কেটে ফেলার প্রতিবাদে বঅন বিভাগের বিরুদ্ধে মানববন্ধন করেছে বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস)।
সোমবার দুপুরে শেরপুর শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এ কর্মসূচি করে গারো ছাত্র সংগঠন শ্রীবরদী উপজেলা শাখা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে রোহিঙ্গাদের আশ্রয় হয়, ভূমিহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প হয় কিন্তু আমরা আদিবাসীরা যুগযুগ ধরে পাহাড়ে জঙ্গলে বসত করে আসছি, আমাদের স্থায়ী আবাসন হয়না। আমাদের ঘরবাড়ি, ফসলের কোন নিরাপত্তা নেই। দুষ্কৃতিকারীরা আমাদের ঘরবাড়ি ভেঙে দেয়, ফসল কেটে নেয়। আমরা নিরাপদহীন।
এসময় তারা ক্ষতিগ্রস্ত পাঁচটি গারো পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়া, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে অপসারণ করার দাবি জানায়।
এসময় বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের শ্রীবরদী ও নালিতাবাড়ী শাখার নেতৃবৃন্দসহ আদিবাসী নেতারা উপস্থিত ছিলেন।