রাজধানীর উত্তরায় মেধাবী স্কুলছাত্র আদনান হত্যায় জড়িত সন্দেহে ডিসকো বয়েজ ও বিগ বস গ্রুপের আট জনকে আটক করেছে র্যাব।
বুধবার সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দিনগত রাতে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্নস্থান থেকে ‘ডিসকো বয়েস’ ও ‘বিগ বস গ্যাং’ গ্রুপের দলনেতাসহ আটকজনকে আটক করা হয়।
বেলা ১১টার পর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।