স্বামী শাকিবকে তার বাবা-মা মানুষের মত করে মানুষ হিসেবে গড়ে তুলতে পারেনি। আমি চাই না শাকিবের ছেলে অমানুষ হোক। একমাত্র সন্তান আব্রামকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলব। যদি তা না পারি তাহলে আল্লাহ যেনো আমাকে ওই দিনই তুলে নেন। না হলে আমি নিজেই আত্মহত্যা করব।
ঢাকাই চলচ্চিত্রের কুইনখ্যাত নায়িকা অপু বিশ্বাস আত্মহত্যা করবেন বলে ঠিক এভাবেই হুমকি দিয়েছেন। তবে আত্মহত্যাটা তিনি এখনি করবেন না, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে রেখেছেন। বর্তমানের আলোচিত নায়িকা শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনাকালে এমনটাই জানিয়েছেন।
যদিও এখানো অপু বিশ্বাসকে শাকিব খানের স্ত্রী বলা হচ্ছে, মাত্র কয়েক দিন পর থেকেই তাদের এই সম্পর্কের ভেদাভেদ হতে যাচ্ছে। গত ২২ ফেব্রুয়ারী শাকিবের পাঠানো তালাকের ৯০ দিন কার্যকর হয়েছে। গণমাধ্যমে তাদের বিবাহ জীবনের বিচ্ছেদ কার্যকরের খবর থাকলেও সিটি কর্পোরেশনের মাধ্যমে ভিন্ন খবর জানা গেছে। ভিন্ন খবরে জানা গেছে তাদের এই বিচ্ছেদের সিদ্ধান্তের জন্য আগামী ১২ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সিটি কর্পোরেশনের অঞ্চল ৩-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ হেমায়েত হোসেন এ প্রসঙ্গে বলেন, তাদের মধ্যকার বিচ্ছেদের সিদ্ধান্তটি আগামী ১২ মার্চ নির্ধারিত হবে।
আলোচনায় অপু বিশ্বাস বলেন, শাকিব আমাকে সন্তান হওয়ার জন্যই তালাক দিয়েছেন। ও কখনোই চায়নি আমার গর্ভে ওর সন্তান হোক। শাকিব এটাও বলেছিল যে, যদি সন্তান হয় তাহলে সে আমাকে তালাক দিবে। কিন্তু তখন ওর এই কথাকে আমি কথার কথা মনে করেছিলাম। গর্ভে ভুল করে যখন আব্রাম খান জয় আসে তখন তাকেও শাকিব অ্যাবরশন (গর্ভপাত) করানোর কথা বলেন। আর সন্তান প্রসঙ্গে বলেন, স্বামী শাকিবকে আমার শ্বশুর-শ্বাশুরি মানুষের মত করে মানুষ হিসেবে গড়ে তুলতে পারেনি। আমি চাই না শাকিবের ছেলে অমানুষ হোক। একমাত্র সন্তান আব্রামকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলব। যদি তা না পারি তাহলে আল্লাহ যেনো আমাকে ওই দিনই তুলে নেন। না হলে আমি নিজেই আত্মহত্যা করব।
অন্যদিকে সন্তান নিয়ে অপুর টিভি চ্যানেলে লাইভ এসে চাঞ্চল্যকর তথ্য প্রকাশের বিষয়ে বলেন, সেই মুহূর্তে আমার কোনো উপায় ছিল না। শাকিবকে আমি অনেকভাবে বুঝানোর চেষ্টা করেছি। ওকে আমি সন্তানের কথা বলেছি। শাকিব কিছুতেই সন্তানের কথা মানছিল না। আর তখন আমার ও আমার সন্তানের কোনো স্বীকৃতি ছিলো না। আমি একজন সন্তানের মা হিসেবে আমার জন্য এর চেয়ে আর কী বেদনার হতে পারে? সর্বশেষ আমি কোনো উপায় খুঁজে না পেয়েই টিভি চ্যানেলে লাইভে মুখ খুলেছি।
উল্লেখ্য, শাকিব খান স্ত্রী অপু বিশ্বাসের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনে গত বছরের ২২ নভেম্বর আইনজীবীর মাধ্যমে অপুর নিকেতনের বাসায় তালাকনামা পাঠায়। আলোচিত এই তারকা জুটির বিবাহ বিচ্ছেদ ঠেকানোর জন্য ডিএনসিসি অঞ্চল-৩ এর কার্যালয়ে বেশ কয়েকবার শাকিব ও অপুকে ডাকা হলে এতে অপু হাজির হলেও শাকিবের পক্ষ অনুপস্থিত থাকে। ফলে শেষ পর্যন্ত তাদের সম্পর্ক বিচ্ছেদে গড়ায়।