ওমিক্রন প্রতিরোধে আজ থেকে সারাদেশে শুরু হচ্ছে করোনার টিকার বুস্টার ডোজ। পরীক্ষামূলকভাবে দেয়ার এক সপ্তাহ পর এ টিকা দেয়া শুরু হচ্ছে। টিকা নিতে লাগবে না নিবন্ধন, আগের টিকাকেন্দ্র থেকেই পাঠানো হবে এসএমএস। ষাটোর্ধ্ব, সম্মুখসারির করোনা যোদ্ধা, প্রবাসী- যাদের দুই ডোজ টিকা নেয়ার সময় ছয় মাস পেরিয়েছে তারাই পাবেন বুস্টার ডোজ।
দেশে করোনা টিকা দেয়া শুরু হয় ২৭ জানুয়ারি। প্রথমে রাজধানী ও পরে শুরু হয় সারাদেশে। এ পর্যন্ত টিকা পেয়েছে সাত কোটির বেশি মানুষ, যা মোট জনসংখ্যার ৪০ ভাগ।
এরই ধারাবাহিকতায় দেশে ওমিক্রন প্রতিরোধে এবার শুরু হলো টিকার বুস্টার ডোজ। জুন পর্যন্ত সারা দেশে টিকা নেয়া ৪২ লাখ ৮৯ হাজার মানুষ আপাতত পাবেন বুস্টার। নিজ নিজ কেন্দ্র থেকে মিলবে বুস্টারের জন্য এসএমএস। নিয়মিত করোনা টিকার পাঁচজনকে দেয়া হলে অন্তত একজনকে বুস্টার দেয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব মো. লোকমান হোসেন মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের সবাইকেই দুই ডোজ টিকা অবশ্যই নিতে হবে।
এছাড়া বুস্টারের জন্য আট বিভাগে প্রশিক্ষণ শেষ করেছে আইসিটি বিভাগ। প্রস্তুত সুরক্ষা অ্যাপ। আপডেট করা হয়েছে টিকা কার্ড। বুস্টার হিসেবে দেয়া হচ্ছে করোনার টিকার তৃতীয় ডোজ। মিলবে সনদও।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর জানান, আগে যারা যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, সেখান থেকেই বুস্টার ডোজ পাবেন। যিনি এসএমএস পাবেন, তিনি টিকা পাবেন। আজ থেকেই মোবাইলে বার্তা পাঠানো হবে।
তিনি আরো বলেন, সুরক্ষা অ্যাপ হালনাগাদ করার কাজ চলছে। সে কারণে আপাতত শুধু ঢাকায় বুস্টার ডোজ দেওয়া হবে। ঢাকার বাইরে দেওয়া হবে আরো কিছুদিন পর।
এর আগে গত ১৯ ডিসেম্বর করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন রোধে ১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয় বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম ব্যক্তি হিসাবে বুস্টার ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।
দেশে অক্সফোর্ড, ফাইজার, মডার্না, সিনোফার্ম ও সিনোভ্যাক- ৫ ধরনের টিকা দেয়া হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে– প্রথম দুই ডোজ যে টিকা দেয়া হোক, বুস্টার হিসেবে ফাইজারের পাশাপাশি দেয়া যাবে অক্সফোর্ড ও মডার্নার টিকাও। ফলে উপজেলাতেও মিলবে বুস্টার ডোজ।
স্বাস্থ্য বিভাগ বলছে, দেশে টিকার কোনো ঘাটতি নেই। মজুদ আছে সাড়ে ৫ কোটির বেশি টিকা।