ধীরে ধীরে দেশের তাপমাত্রা কমছে। এ অবস্থায় দেশের অধস্তন আদালতে শুনানির সময় আইনজীবীদের নিয়মিত পোশাক কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা আরোপ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
অতিরিক্ত তাপপ্রবাহের কারণে গত মে মাসে এ দুটি পোশাক পরিধানে বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছিল। সম্প্রতি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। সেটি আজ রোববার (২২ অক্টোবর) থেকেই কার্যকর হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত, ট্রাইব্যুনালের বিচারক এবং আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত গত ১৩ মে’র দেওয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলো।
গত ১৩ মে তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতে শুনানির সময় আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরিধানের যে বাধ্যবাধকতা ছিল, তা তুলে দেওয়া হয়।
ওইদিন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তখন প্রধান বিচারপতির নেওয়া ওই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে জারি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।
গত ১৮ অক্টোবর দেওয়া নতুন বিজ্ঞপ্তিতে ১৩ মে’র বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হয়। অর্থাৎ আজ থেকে অধস্তন আদালতে শুনানির সময় বিচারক ও আইনজীবীদের কালো কোট ও গাউন পরতে হবে।