বাংলাদেশ সময় রাত ৮টায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে টিম টাইগার। প্রতি ম্যাচের আগেই বাংলাদেশের দুশ্চিন্তা থাকে ওপেনিং জুটি নিয়ে। এবারও তাই। দুই মারকুটে ওপেনার লিটন দাস আর সৌম্য সরকারের ব্যাটে রান নেই। লিটন দাস নিজের খেলা সর্বশেষ ৮ টি-টোয়েন্টিতে ২০ রান পার করেছেন মাত্র একবার। সৌম্য সরকারের তো দুই অংক ছুঁতেই কষ্ট হয়। আর নাঈম শেখ রান পেলেও খেলেন ধীরগতিতে।
ওপেনিং পজিশন নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ গতকাল শনিবার বলেন, ‘ওপেনিংয়ে তো লিটন কয়েকটা ম্যাচে ভালো ব্যাটিং করল। দেখেন, টি-টোয়েন্টি ক্রিকেটে কেউ প্রতিদিন রান করতে পারে না। তার মানে এই না যে, সে ছন্দে নেই। কেউ যদি নিজের খেলার প্রতি আত্মবিশ্বাসী থাকে, অনুশীলন ঠিক মতো করে, যদি হোম ওয়ার্কগুলো ঠিক মতো করে আর ম্যাচের জন্য প্রস্তুত থাকে, সেটাই যথেষ্ট। প্রতি ম্যাচে আপনি হয়ত রান করতে পারবেন না, কিন্তু আত্মবিশ্বাস যদি নড়ে যায় তাহলে হয়ত কিছু ম্যাচে প্রভাব পড়তে পারে।’
প্রতিভাবান কিন্তু অধারাবাহিক হিসেবে পরিচিত সৌম্য সরকার। মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিংয়েও অবদান রাখেন। টাইগার ক্যাপ্টেনের কথায় ইঙ্গিত মিলল, সৌম্যকে ওপেনিং কিংবা তিন নম্বর পজিশনে খেলানো হতে পারে। মাহমুদউল্লাহ বলেন, ‘সৌম্য ভালো বোলিং করছে, ব্যাটিং করছে এটা দলের জন্য ভালো ব্যাপার। সৌম্য ওপেন করবে কি না নির্ভর করে আমরা টিম কম্বিনেশন কেমন করি, এর ওপর। তবে সে এখানে আছে। ওপেনিংয়ে বা তিন নম্বরে খেলানোর ভাবনায় সে আছে।’