ফুটবল বিশ্ববাসীকে ম্যারাডোনা, পেলে, মেসি, রোনালদোদের মতো তারকা উপহার দিয়েছে। কিন্তু সেই ফুটবল প্রায় কলঙ্কিত হয় পাতানো ম্যাচের জন্য। এবার দুই ম্যাচে ৯৪ গোল করে রীতিমত আশ্চর্যের জন্ম দিয়েছে দক্ষিণ আফ্রিকার চতুর্থ বিভাগের চারটি দল। পাতানো এই দুইটি ম্যাচের জন্য আজীবন নিষিদ্ধ করা হয়েছে চার ক্লাবকে।
মাতিয়াসি এফসি, শিভুলানি ডেঞ্জারার্স টাইগার্স, কটোকো হ্যাপি বয়েজ এবং এনসামি মাইটি বার্ডস এই চারটি ক্লাব একে অপরের সঙ্গে খেলেছিল। টাইগার্স এবং মাতিয়াসি এই দুই ক্লাবের সামনে ছিল তৃতীয় ডিভিশনে কোয়ালিফাইয়ের লক্ষ। শিভুলানি ডেঞ্জারার্স টাইগার্স ৩৩-১ ব্যবধানে হারিয়েছে হ্যাপি বয়েজকে। অপরদিকে এনসামি মাইটি বার্ডসকে ৫৯-১ ব্যবধানে হারিয়েছে মাতিয়াসি এফসি।
এই দুই ম্যাচের ফলাফলের পরই চোখ কপালে উঠে দক্ষিণ আফ্রিকান ফুটবল ফেডারেশনের। যে কেউ বলে দিতে পারবে ম্যাচ দুইটি ছিল পাতানো। কেননা মাতিয়াসি এফসির ৫৯-১ গোলে জয়ের ম্যাচটিতে ৪১টি গোলই ছিল আত্মঘাতী।
এই ঘটনার তদন্তের পর মোপানি অঞ্চলের সভাপতি ভিনসেন্ট রামফাগো জানান, “আমাদের তদন্তে দেখা গেছে যে মাতিয়াসি এবং এনসামি দুইটি ক্লাব শিভুলানিকে লিগের শীর্ষে উঠতে বাধা দিতে চেয়েছিলেন তাই তারা এটি যাতে না ঘটে তার জন্য ম্যাচ পাতানোতে সম্মত হন।”
অবিশ্বাস্য এই কাণ্ডের পর এই চার ক্লাবকে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে দক্ষিণ আফ্রিকান ফুটবল ফেডারেশন। এসব ক্লাবের কর্মকর্তাদের নিষিদ্ধ করা পাঁচ থেকে আট মৌসুমের জন্য।