শেরপুরের ৬টি গ্রামে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে আগাম ঈদ-উল-আযহা পালিত হচ্ছে।
গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর ও দক্ষিণ চরখারচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনী পাড়া, নকলা উপজেলার কৈয়াকুড়ি এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল।
১ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদ-উল-আযহার জামায়াত অনুষ্ঠিত হয়েছে। প্রত্যেকটি জামায়াতে মুসল্লী সংখ্যা প্রায় ৪০-৫০ জন করে ছিল। এসব জামায়াতে পুরুষ মুসুল্লীদের পাশাপাশি নারী মুসল্লীরাও পর্দার ভিতরে নামাজে অংশ নেন।
তবে ঈদের নামায আজ আদায় করলেও পরদিন সমাজের অন্যদের সাথে মিল রেখে পশু কোরবানী করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট মুসল্লিরা।