শেরপুর শহরের উপকণ্ঠ মোবারকপুর আখেরমামুদ বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের দ্বিবার্ষিক নির্বাচন-২০২২ এ ১০ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই ১০ জনের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় আজ ১৮ সেপ্টেম্বর রোববার রাতে ব্যবসায়ী সমিতির নির্বাচনী অস্থায়ী কার্যলয়ে তাদের নির্বাচিত বলে ঘোষণা দেওয়া হয়। এর আগে ১৭ সেপ্টেম্বর শনিবার রাতে ১৩ পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।এদিকে একাধিক প্রার্থী থাকায় সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রয়াত আখের মামুদের নাতি তরুণ ব্যবসায়ী শফিকুল ইসলাম সভাপতি, মাহমুদুল হাসান টুটুল সিনিয়র সহ-সভাপতি, শামীম আহমেদ ও আনোয়ার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, এরশাদ আলী সাংগঠনিক সম্পাদক, খন্দকার আল আমিন ধর্ম ও সমাজকল্যাণ সম্পাদক, তাসরিফ হোসেন রাব্বী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, নয়ন মিয়া প্রচার সম্পাদক এবং রফিকুল ইসলাম ও মনোয়ারা বেগম নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ঘোষণা করেন সমিতির এ্যাডহক কমিটির আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার। ওইসময় সমিতির এডহক কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ মো. হাবিবুর রহমান ও আব্দুল করিম, সদস্য পৌর কাউন্সিরর বাবুল মিয়া, সাইফুল ইসলাম লেবু, শফিকুল ইসলাম মন্ডল ও মিজানুর রহমান শাহ আলম ও বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এছাড়া সহ-সভাপতি পদে আবুল কাশেম ফকির ও আব্দুর রাহিম বাদশা, সাধারণ সম্পাদক পদে এমদাদুল হক হুমায়ুন ও এস আর ডি আলম এবং কোষাধ্যক্ষ পদে এমদাদুল হক মিলন ও মনিহার সরকার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে ওই ৩ পদে আগামী ১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।
অন্যদিকে সাধারণ সম্পাদক প্রার্থী মিজানুর রহমান রবিবার রাতে প্রার্থীতা প্রত্যাহার করে নেন। সোমবার রাত ৮টায় প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবারের নির্বাচনে ৪ শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।